08 No Moglabazar Union Parishad

০৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ

মোগলাবাজার নামকরণ হয়েছে মঙ্গলা শব্দ হতে। এই মঙ্গলা শব্দের কথ্যরূপ নিয়েছে মংলা, যার লেখ্যরূপ মগলা বা মোগলা। জনশ্রুতি আছে এই বাজার স্থাপনের প্রথম দিকে হাট বসত মঙ্গলবারে। এই মঙ্গলবারের বাজার হতে মোগলাবাজার শব্দের উৎপত্তি। রেঙ্গা পরগনার জমিদারগন তথা দাউদপুর, তুরুকখলা ও নেগালের জমিদারগন সম্মিলিতভাবে এই বাজার পরগনাবাসীদের জন্য স্থাপন করেছিলেন। আয়তন: ১১ বর্গ কিমি। শিক্ষা প্রতিষ্ঠান: সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ২টি, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ১টি, উচ্চ বিদ্যালয় ৩টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ১টি, মাদ্রাসা ৯টি